নওগাঁ জেলা প্রতিনিধি: বজ্রপাত প্রতরোধে নওগাঁ ধামইরহাটে সেচ্ছাসেবী সংগঠন ভিলেজ কেয়ার এর উদ্যোগে এক হাজার তালবীজ বোপন কার্যকম শুরু হয়েছে।
গত শুক্রবার থেকে মাসব্যাপী এ কার্যকমের উদ্ধোধন করা হয়। উপজেলার আলমপুর ইউনিয়নে দয়ালের মোড় থেকে শুরু হয়ে পুর্বচকশরীফ রাস্তা, বিহারী নগর সহ বিভিন্ন রাস্তায় এসময় প্রায় ৪ শত তালবীজ বোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেনন, আলমপুর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান,ইউপি সদস্য আতিকুর রহমান, ছাইফুল ইসলাম (বিপ্লব), রবিউল আলম, সংগঠনের আহব্বায়ক ঢাকা দক্ষীন সিটি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ মোবারক সহ অন্যান্য সন্মানিত ব্যাক্তিবর্গ।
সংগঠনের আহব্বায়ক ঢাকা দক্ষীন সিটি ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুরাদ মোবারক বলেন, আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় এর আগে অর্জুন, কাঁঠাল, মহুয়া গাছ রোপণ করা হয়েছে। এবার চলছে তালবীজ বোপন কার্যক্রম। কর্মসূচির ১ম দিন ৪শত বীজ বোপন করেছি। তবে এক হাজার বীজ বোপন না হওয়া পর্যন্ত কার্যকম অব্যাহত থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন