প্রতিনিধি নওগাঁ: নওগাঁ সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে দুইদিনে ২০০ বোতল ফেন্সিডিল ও ২৮ বোতল মদ উদ্ধার করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা। গত শনিবার ও গতকাল রবিবার ১৪ বিজিবি অধীনস্থ জেলার রুপনারায়নপুর ও শিরন্টি আদিবাসীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো. জাহিদ হাসান জানান, পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার রেজাউল করিম এর নেতৃত্বে “পনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৮ প্যাকেট ম্যাকডুয়েল মদ উদ্ধার করে। এদিকে রবিবার সকালে টহল কমান্ডার রবিউল ইসলাম এর নেতৃত্বে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়াও খঞ্জনপুর বিওপি'র টহল কমান্ডার মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল শিরন্টি আদিবাসীপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে। আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও তিনি জানান।
একটি মন্তব্য পোস্ট করুন