নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী ও আলোচনা সভা

নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী ও আলোচনা সভা

রায়হান আলম, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাসের সমাপনী ও পেশাজীবিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যেন্যার মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি জহুরা বেগম, সাধারন সম্পাদিকা নূর জাহান বেগম, সহ-সভাপতি সিদ্দিকা খাতুন, লিগ্যাল এইড সম্পাদিকা মমতাজ বেগম, সদস্য শম্পা ও উপমা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমাজে মেয়েরা এখন আর অবহেলিত নয়। ছেলেদের পাশাপাশি মেয়েরা এখন গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব পালন করে থাকে। মেয়েদেরকে ছাড়া এ দেশ কখনো কোন কাজে উন্নতি করতে পারবে না। তাই মেয়েদেরকে ঘর থেকে বেরিয়ে এসে শিশু নির্য়াতন, নারী নির্যাতনসহ সকল বিষয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তরা। এসময় প্রায় শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget