নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে র্যালী আলোচনা সভা ও কেক কেটে জন্মদিন পালিত। গত শনিবারে নওগাঁ জেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক আনন্দ র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, সাধারন সম্পাদক বিমান কুমার রায়, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সহ-সভাপতি সোমা মজুমদার, নওগাঁ জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মামুনুজ্জামান মামুন, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোমান হাসানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন