নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।
রবিবারে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আখতার জাহানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন