নওগাঁর স্থানীয় সমস্যা সমাধানে ডেমোক্রেসিইন্টারনাশনালের উদ্যোগে মতবিনিময় সভা

 নওগাঁর স্থানীয় সমস্যা সমাধানে ডেমোক্রেসিইন্টারনাশনালের উদ্যোগে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ- স্থানীয় সমস্যা সমধানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে ডেমোক্রেসি ইন্টারনাশনাল বাংলাদেশের উদ্যোগে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের আয়োজন হোটেল মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, নওগাঁর স্থানীয় সমস্যা সমাধানে শুধুমাত্র নির্দিষ্ট কর্তৃপক্ষ কিংবা প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করলে তার সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পারস্পরিক ভেদাভেদ ভুলে সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সমবেত উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেই সকল সমস্যার সমাধান করা সম্ভব। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেসি ইন্টারনাশনালের রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক আফসানা বেবী। ডেমোক্রেসি ইন্টারনাশনালের রাজনৈতিক ফেলো নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন ও জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য স.ম. আল কাফী তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক এস.এম জহুরুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ বেগম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাগজুমার রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget