ওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার হাঁসাইগাড়ী নামক স্থানে গুটার বিলে গত বুধবার বিকালে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এর আয়োজন করে। ৩০ থেকে ৩৫ মিটার দৈর্ঘ্যের নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশ গ্রহন করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন।
সংস্থার সভাপতি জয়নাল আবেদিন জয়নালের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের সভাপতি এ্যাড: খোদাদাদ খান পিটুসহ প্রমুখ নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ী তিন দলকে এলইডি টেলিভিশন তুলে দেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের প্রায় চার কিলোমিটার রাস্তা জুড়ে হাজার হাজার নারী মানুষ, পরিবার-পরিজন নিয়ে নেচে-গেয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন