নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে খেলায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চোরম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চোরম্যান মমতাজ বেগম, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুব উন্নয়ন অফিসার মো. ফজলুল হক, ইউপি চেয়ারম্যান মো. আফছার আলী প্রাং, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকতা মো.আবুল হাসান, প্রধান শিক্ষক সনৎ কুমার প্রামানিক, মো. আবু হেনা মোস্তফা কামাল, মো.সেলিম হোসেন আজিম, মো. আইনুল হক, আত্রাই প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমীন, সাধারন সম্পাদক মো. নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।
ফাইনাল খেলা আহসানগঞ্জ ও হাটকালুপাড়া ইউনিয়নের মধ্যে  অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েও কোন পক্ষ গোল করতে না পাড়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে হাটকালুপাড়া ইউনিয়ন বিজয়ী হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget