নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১২০বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৩৮) ও হাসান (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গানইর বীল থেকে এসআই মাসুদ, এসআই মোস্তফা ও এএসআই শাহরিয়ার যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় পুলিশের সাথে ধস্থাধস্থির এক পর্যায়ে এসআই মাসুদ পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং মনিরুল ইসলাম (৩৩) ও সাহাবুল (৩৫) নামে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত নুরুল ইসলাম উপজেলার বালাশহিদ গ্রামের আহম্মেদের ছেলে ও হাসান বতপুরের আবুল কালামের ছেলে এবং পলাতক মনিরুল বৌদ্ধপুরের আবুল হোসেন ও সাহাবুল মনোহরপুর মোড়ের লালানের ছেলে বলে জানাগেছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা জানতে পারি ৪জন মাদক ব্যবসায়ী হাতিখোঁচা বীলের দিক থেকে ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দাউদপুর যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্যরা হাতিখোঁচাবীলে অভিযান চালিয়ে গানইর বীল গিয়ে ১২০বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেন। এব্যাপারে আটককৃত দু‘জন সহ অপর ৬/৭জনকে আসামী করে বিশেষ আইনে থানায় মামলা হয়েছে।
নওগাঁর পোরশায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১২০বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৩৮) ও হাসান (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধায় উপজেলার গানইর বীল থেকে এসআই মাসুদ, এসআই মোস্তফা ও এএসআই শাহরিয়ার যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময় পুলিশের সাথে ধস্থাধস্থির এক পর্যায়ে এসআই মাসুদ পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন এবং মনিরুল ইসলাম (৩৩) ও সাহাবুল (৩৫) নামে দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হন। আটককৃত নুরুল ইসলাম উপজেলার বালাশহিদ গ্রামের আহম্মেদের ছেলে ও হাসান বতপুরের আবুল কালামের ছেলে এবং পলাতক মনিরুল বৌদ্ধপুরের আবুল হোসেন ও সাহাবুল মনোহরপুর মোড়ের লালানের ছেলে বলে জানাগেছে। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা জানতে পারি ৪জন মাদক ব্যবসায়ী হাতিখোঁচা বীলের দিক থেকে ফেনসিডিল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দাউদপুর যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্যরা হাতিখোঁচাবীলে অভিযান চালিয়ে গানইর বীল গিয়ে ১২০বোতল ফেনসিডিলসহ তাদের আটক করেন। এব্যাপারে আটককৃত দু‘জন সহ অপর ৬/৭জনকে আসামী করে বিশেষ আইনে থানায় মামলা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন