নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় শারদীয় দূর্গোউৎসব ২০১৯ উপলক্ষে পূজা উৎযাপন কমিটির সাথে জেলা পুলিশের আইন শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপর কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু নির্মল কৃঞ্চ সাহা, সাধারন সম্পাদক বিভাস মজুমদার গোপালসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা জানান এবার জেলার ৭৯৯টি মন্ডবে পূজা উৎযাপন হবে। তাই সনাতন ধর্মালম্বীরা যাতে সুষ্ঠ সুন্দর ভাবে এবারেও শারদীয় দুর্গাৎসব পালন করতে পারেন কোন আইন শৃংখলা বা নিরাপত্তা সমস্য না তাই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পুলিশসুপার।
এসময় পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ১১টি উপজেলার অফিসার ইনচার্জ ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন