অন্তর আহম্মেদ, নওগাঁ : "কতোটা দায়িত্ব পালন করতে পেরেছি জানি না, তবে শ্রম ও বৃদ্ধিসত্যাকে পুঁজি করে চেষ্টা করেছি দায়িত্ব পালনে। রুগীদের সঠিক সেবা প্রদান এর অনুরোধ ও বর্তমান নওগাঁ সদর হাসপাতালে সফলতার প্রত্যাশায় বিদায় নিচ্ছি "
এমন বক্তব্যকে শাক্ষী করে বিদায় নিলেন নওগাঁ সদর হাসপাতালের পরিচালক "ডা: রওশন আরা খানম"
তিনি গত দু'বছর ধরে 'নওগাঁ আধুনিক সদর হাসপাতাল' এর পরিচালক হিসাবে ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন, তার পদক্ষেপ এর প্রায় সব গুলোই ছিলো স্যাফলের মূল মন্ত্র।
উধাহরন স্বরূপ - নওগাঁ সদর হাসপাতালে ১৫০ শয্যা থেকে ২৫০ শয্যাতে উন্নিত করনসহ রুগীদের সঠিক সেবা প্রদানে তার বিশেষ ভুমিকা ছিলো লক্ষণীয়।
এছাড়াও নওগাঁ মেডিকেল কলেজ ও হাসপাতাল বাস্তবায়নে তার প্রচেষ্টা ছিলো অকল্পনীয়।
গত রবিবার ২৯/০৯/২০১৯ইং বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বি.এম.এ এর সন্মানিত সভাপতি ডা: মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক ডা: মো. রেজাউল মামুদ, এছারাও উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসা পরিশোধ এর সভাপতি ডা: মো. আশেক হোসেন ও সাধারণ সম্পাদক ডা: মো. মাহাবুব আলম সিদ্দিকী। অনুষ্ঠানটিতে অংশ নেন হাসপাতালটির কর্মকর্তা বৃন্দসহ সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, ডা: মো. মুক্তার হোসেন। পুরো অনুষ্ঠানটি নওগাঁ সদর হাসপাতালের অডেটিরিয়ামে অনুষ্ঠিত হয়।
ডা: রওশন আরা খানম এর বিদায় উপলক্ষে অতিথি বৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণ করেন, এবং বক্তব্যের চুড়ান্ত পর্যায়ে ঠায় পায় ড়া: রওশন আরা খানম এর সাফল্য।
অনুষ্ঠানটিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নওগাঁ সদর হাসপাতালের বিদায়ী এই পরিচালক ড়া: রওশন আরা খানম।
একটি মন্তব্য পোস্ট করুন