নওগাঁয় ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

নওগাঁয় ৭বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক-১

প্রতিনিধি নওগাঁ:
পার নওগাঁ সরদার পাড়ায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক  (৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। গত সোমবার বিকালে সদর উপজেলার পার নওগাঁ সরদার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃত রাজ্জাক পার নওগাঁ সরদার পাড়াগ্রামের মৃত আজিজের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, রবিবার দুপুরে পার নওগাঁ সরদার পাড়া গ্রামে রাজ্জাকের বাসায় শিশুটি গরুর দুধ নিতে যায়। এই সুযোগে রাজ্জাক তাকে মুখে চেপে তার শোবার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা শিশুর বাসায় যেতে দেরি হচ্ছে বলে খুঁজতে খুঁজতে বাসার সামনে গিয়ে শিশুটির কান্নার শব্দ শুনতে পায়। মা শিশুকে ডাক দিলে রাজ্জাক শিশুকে ছেড়ে দিলে শিশু দৌড়ে মায়ের কাছে আসে, একই সঙ্গে বিষয়টি কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন তিনি। কিন্তু বাড়িতে ফিরে শিশুটি তার মাকে ঘটনা খুলে বলে। পরে রাতে পরিবারেরর সদস্যরা পুলিশে খবর দিলে রাজ্জাকে গ্রেফতার করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগের প্রেক্ষিতে রাজ্জাককে আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget