নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেড নওগাঁ শাখার ম্যার্কেটিং বিভাগের উদ্দ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চকপ্রাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম আব্দুল হাই, নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শামসুল হুদা, মাকেটিং বিভাগের অফিসার ইনচার্জ জামিল সিদ্দিকী, চকপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের মেডিকেল অফিসার ডা: আনারুজ্জামান জ্যাকি, ডা: রুহানিয়া আক্তার। ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেড বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। সমাজের ছিন্নমূল ও গরীব মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেড নওগাঁ শাখার ম্যার্কেটিং বিভাগের উদ্দ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চকপ্রাণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম আব্দুল হাই, নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শামসুল হুদা, মাকেটিং বিভাগের অফিসার ইনচার্জ জামিল সিদ্দিকী, চকপ্রাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেডের মেডিকেল অফিসার ডা: আনারুজ্জামান জ্যাকি, ডা: রুহানিয়া আক্তার। ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল লিমিটেড বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। সমাজের ছিন্নমূল ও গরীব মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালের পক্ষ থেকে এই ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
একটি মন্তব্য পোস্ট করুন