নওগাঁর পিরোজপুরে নিজ উদ্যোগ্যে পরস্কিার পরচ্ছিন্ন জোরদার যুবসমাজকে আহ্বান

নওগাঁর পিরোজপুরে নিজ উদ্যোগ্যে পরস্কিার পরচ্ছিন্ন জোরদার যুবসমাজকে আহ্বান

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর আত্রাই ও রাণীনগর দুটি থানার প্রধান সড়কপথে কাঠালতলী থেকে পিরোজপুর মাদ্রাসা মোড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা অত্যন্ত সরু ও জংলা, এই রাস্তা দিয়ে একটি বড় গাড়ি এলে পথচারীর রাস্তার নিচে নামা ছাড়া কোন উপায় থাকেনা , আবার পাকা রাস্তার নিচে পায়ে হাঁটা পথে আগাছায় ঝোপঝাড়ে পরিপূর্ন । এই অবস্থায় হাজার হাজার পথচারীর পথচলা খুবই কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। আর রাতে পৌর রোডলাইনে সব বাল্ব না থাকায় , এক জঙ্গলী ভুতুড়ে পরিবেশ তৈরি  হয়েছে। এই সুযোগে এখানে মাঝেমধ্যে ছিনতাই ও সংঘঠিত হয় ।

মো. আশিকউজ্জামান আশিক, বলেন আপনার মাধ্যমে আমি যুবসমাজকে আহ্বান জানাই, এসব কাজ করতে পৌরসভাসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করার নিয়ম থাকলেও, জনসাধারণেরও এব্যাপারে এগিয়ে আসা উচিত। মনে রাখতে হবে জনগণই এর প্রধান ভূক্তভোগী। আপনার আমার সচেতনতাই পারে নিকটস্থ ঘরবাড়ি, রাস্তাঘাট, ময়লা আর্বজনা ও জীবাণুমুক্ত রাখতে। আমরা নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজেদের ঘরের আশপাশ পরিস্কার করে রাখি তাহলে একদিকে যেমন জায়গাটি উজ্জ্বলতা ও প্রাণ ফিরে পাবে তেমনি নানান অসুখ বিসুখ থেকেও আমরা আমাদের পরিবার ও সমাজকে মুক্ত রাখতে পারব। পরিস্কার পরিচ্ছন্নতা একটি এলাকার মর্যাদা বাড়িয়ে দেয়। দশের লাঠি একের বোঝা। সুতরাং এই গুরুত্বপূর্ন কাজ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দিকে চেয়ে না থেকে , নিজ উদ্যোগে পরিস্কার করার দায়িত্ব নিয়েছি । সর্বপরি রাস্তা পরিস্কার করা নবীর সুন্নত ও ছাদগায়জারিযা ।#

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget