নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, ২টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত হলেন, শহরের চকদেব নুনীয়াপাড়া এলাকার রুমন চৌহান।
র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন রুমন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী রুমন চৌহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন