শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলার প্রয়োজন অপরিসীম -ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি

শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধূলার প্রয়োজন অপরিসীম -ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেছেন বিদ্যালয় শিক্ষার্থীদের মেধা বিকাশের শুধু মাধ্যমই নয় বিদ্যালয় নৈতিক শিক্ষা গ্রহণের অন্যতম একটি প্রতিষ্ঠান। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহন করলেই চলবে না তার পাশাপাশি তাদের সাংকৃতিক চর্চা ও খেলাধুলাও করতে হবে। এতে করে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আগ্রহী হবে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে। কারণ সাংস্কৃতি ও খেলাধুলা একজন মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই শিক্ষার্থীদের মনবিকাশ গঠনে শিক্ষা গ্রহনের পাশাপাশি সাংকৃতিক চর্চা ও খেলাধূলার প্রয়োজন অপরিসীম। গত সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
 
দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তসলিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী শেখ, জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খাঁন পিটু, সম্পাদক বিমান কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোমা মজুমদার, সাধারন সম্পাদক লিপি সাহা প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget