প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোহ্রাওয়ার্দী হোসেন, উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ। প্রতিযোগিতায় ২টি বিভাগে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠিানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও দেশজ গানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোহ্রাওয়ার্দী হোসেন, উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ। প্রতিযোগিতায় ২টি বিভাগে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠিানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও দেশজ গানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন