প্রতিনিধি নওগাঁ: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭দফা দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ৪টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি জাহিদ রব্বানী, সদর উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা, পৌর শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, তারতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হারুনুর রশীদ, জাহিদ রববানী ও তাহেরা খাতুন প্রমুখ বক্তব্য রাখন। বক্তরা প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭দফা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। পরে তারা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নওগাঁর পতœীতলায় পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক ১
একটি মন্তব্য পোস্ট করুন