সিলেটে নিরাপত্তার চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি দায়েরে বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ

সিলেটে নিরাপত্তার চেয়ে ৫৬ সাংবাদিকের জিডি দায়েরে বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ

রিপোর্ট : ইমাম বিমান:: সিলেটে ১ সাংবাদিককে আটক করাকে কেন্দ্র করে জীবনের নিরাপত্তার চেয়ে একযোগে ৫৬ সাংবাদিক থানায় সাধারন ডায়রী (জিডি) দায়ের করার ঘটনায় দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ’র উদ্বেগ প্রকাশ।

রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দেশের একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় বলে গভীর উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা প্রদানের জন্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।  আমরা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নিকট সাংবাদিকদের নিরাপত্তার জন্য সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন করার দাবী জানাচ্ছি। 

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাতে নগরীর মীরবক্সটুলার বেসরকারি একটি হাসপাতাল থেকে ইমজার সাবেক সভাপতি ও এনটিভির ব্যুরো মইনুল হক বুলবুলকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে তুলে নিয়ে যায়। পরদিন সকালে তাকে কানাইঘাট থানার এক মামলায় গ্রেফতার দেখান পুলিশ। এ ঘটনায় রবিবার ২২সেপ্টম্বর সিলেটে কর্মরত বিভিন্ন মিডিয়ার ৫৬ জন সাংবাদিক একযোগে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget