হাসান মুসা, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। টাকার টুকরো ভাসছিল পাশের ডোবায়। এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে ওই ডোবা থেকে। এর টাকার দুই বস্তা পুলিশ এবং এক বস্তা র্যাব নিয়ে গেছে আলামত হিসেবে। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার নোটসহ ট্রাক ভর্তি কয়েক কয়েক বস্তা নষ্ট নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক মো. শাজাহান জানান, এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে। যা কখনোই জোড়া লাগানো যাবে না। বগুড়া পৌরসভার মাধ্যমে বর্জ্য হিসেবে নোটের টুকরোগুলো ফেলা হয়েছে। এক ট্রাক বর্জ্য ফেলা হয়েছে ওই স্থানে। এ ধরনের বিপুল পরিমাণ বর্জ্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে পৌরসভার মাধ্যমে ফেলে দেয়া হবে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।
একটি মন্তব্য পোস্ট করুন