নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত অন্তত ২০

নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত অন্তত ২০

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রবিউল ইসলাম নিহত হয়েছে। এই মর্মান্তক ঘটনাটি ঘটে সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে। নিহত রবিউলের বাড়ী নিয়ামতপুর উপজেলায়।
 
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁ গামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে পিকচালক রবিউল নিহত হয় এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নওগাঁ 
সদর হাসপাতালে ভর্তি করায়। এসময় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget