ঝালকাঠিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা  জরিমানা

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠি জেলার নলছিটিতে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে জমি মালিককে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলার নলছিটি উপজেলাধীন মালোয়ার গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করায় জমি মালিক আলম খানের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
 
এ বিষয় ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি ডোবায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ঘটনা স্থলে গিয়ে জমির মালিককে ডেকে বালুমহল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ আনুযায়ী জমি মালিককে আর্থিক ভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আর কখনও এহোন কার্যক্রমে সম্পৃক্ত হবেননা বলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে অভিযানস্থলে ড্রেজার মালিকে পাওয়া যায়নি।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget