মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) : বুধবার বিকেলে নওগাঁর পত্নীতলায় ইসলামী ব্যাংক লিঃ নজিপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওয়তায় সদস্যদের মধ্যে ফলদবৃক্ষের চারা বিতরণ করা হয়। পত্নীতলা উপজেলার হাড়পুর দাখিল মাদ্রাসায় উক্ত প্রকল্পে ফলদ বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক শাখার ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ্। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বিশেষ অতিথি কৃষি সংরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম। নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, এলাকার কৃষক আব্দুল কাইয়ুম, বাবুল হোসেন প্রমখ। প্রকল্পের কর্মসূচীতে ৭ হাজার সদস্যদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয় বলে জানা গেছে।
বুধবার ইসলামী ব্যাংক লিঃ নজিপুর শাখার উদ্যেগে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন প্রধান অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা।
একটি মন্তব্য পোস্ট করুন