নওগাঁর ধামইরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ

নওগাঁর ধামইরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং এসিআই মটরস্ লিঃ এর সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপজেলার প্রায় ১শত জন কৃষি উদ্যোক্তা অংশ গ্রহণ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগ নওগাঁর উপপরিচালক মো.সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ রামানন্দ সরকার,এসিআই মটরস্ এর রাজশাহী জোনাল হেড হাবিবুর রহমান,বিজনেস ডেভলোপমেন্ট অফিসার সুজন রহমান,এসিআই পেস্টিসাইডের মুশফিকুল ইসলাম। এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন,এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ইতোমধ্যে তাদেরকে মৌচাষ,ভার্মি কম্পোস্ট সার, মাল্টা ও ড্রাগন চাষ,উচ্চ ফলনশীল সবজি চাষ,বাণিজ্যিকভাবে ফুল চাষ,সুগন্ধি ধান চাষ,থাই পেয়ারা চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এই সমাবেশে তাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget