নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগে (ইনোভেশন শোকেসিং) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগে (ইনোভেশন শোকেসিং) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জেলা পর্যায়ে নাগরিক সেবায় উদ্ভাবনী পাইলট উদ্যোগে (ইনোভেশন শোকেসিং) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ। বুধবার বেলা ১১টায় সার্কিট হাউস মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর  ও একসেস টু ইনফরমেশন (ধ২র)  প্রকল্প এর সহযোগীতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সচিব আ ত ম আব্দুল্লাহেল বাকী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উত্তম কুমার রায়, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। কর্মশালায় জেলা ও উপজেলায় পর্যায়ের বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকরা অংশগ্রহন করেন। কর্মশালায় জেলা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন অফিসের মোট ৩০টি উদ্ভাবনী সেবা প্রদর্শন করা হয়। একটি মুল্যায়ন প্যানেল এসব উদ্ভাবনী সেবাসমুহের মুল্যায়ন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget