নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পদোন্নতি জনিত কারণে বদলী হওয়ায় নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএমকে রাণীনগর থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ইসরাফিল আলম।
রবিবার সকালে থানা প্রাঙ্গনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোছা. ইয়াছমিন আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, রাণীনগর অনার্স মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্ত, স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু প্রমুখ। এছাড়াও রাণীনগর থানার সকল কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত র্ছিলেন। সম্প্রতি পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম পদোন্নতি পেয়ে রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি হওয়ায় তাকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন