নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা কৃষকলীগ আহবায়ক কমিটির গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক মো. আব্দুল ওয়াহাব (সাবেক প্যানেল মেয়র), যুগ্ম আহবায়ক মো. হাফিজার রহমান (বীর মুক্তিযোদ্ধ) ও মো. খোরশেদ আলম দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে দলীয় সুত্রে। গত ৩১/০৭/২০১৯ ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ সমির চন্দ্র এর স্বাক্ষরে নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেন। উল্লেখ্য যে, ২২ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গত ৩১/০৭/২০১৯ তারিখ হইতে আগামী ৩১/১০/২০১৯ তারিখ পর্যন্ত (৩) মাস দলের পুর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব পালন করবে। কমিটি গঠনের পর নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক মো. আব্দুল ওয়াহাব তার অনুভূতি ব্যক্ত করে জেলা কৃষকলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ শেষে সংবাকিদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আগামী অল্প কিছুদিনের মধ্যে সকলের সহযোগীতায় পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ কৃষকলীগের সকল কমিটি গঠন চুড়ান্ত করা হবে। এ সময় তিনি দলের সিনিয়র নেতৃবৃন্দের দোয়া ও সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন