নওগাঁ জেলায় বিগত ২০১৮-১৯ অর্থ বছরে
আবু রায়হান রাসেল, নওগাঁ: গ্রামীন জনগোষ্ঠীর বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসাসেবা গ্রহনের কেন্দ্রবিন্দু এখন কমিউনিটি ক্লিনিকগুলো। একদম হাতের কাছে এসব চিকিৎসা সেবার সুযোগ পেয়ে তাঁরা অত্যন্ত খুশি।
বর্তমান সরকারের উদ্যোগ এসব কমিউনিটি ক্লিনিক চালু হওয়ায় গ্রামাঞ্চলের মানুষের চিকিৎিসা সেবা নিশ্চিত হয়েছে। মানুষের মৌলিক চাহিদার অন্যতম চিকিৎসা সেবা পাওয়া। আর তা পুরনের দায়িত্ব সরকারের। সেদিক থেকে বর্তমান সরকার মানুষের সেই মৌলিক চাহিদা পুরন করে চরম দায়িত্ব্শীলতার পরিচয় দিয়েছে।
নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ মোঃ মোমিনুল হক বলেছেন দিন দিন এসব ক্লিনিকে গ্রামীন মানুষের চিকিৎসা সেবা গ্রহিতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারা চিকিৎসা সেবা প্রাপ্তির সাথে সাথে বিনামুল্যে ঔষধ পাচ্ছেন।
তিনি জানান বিগত ২০১৮-২০১৯ আর্থিক বছরে নওগাঁ জেলার ৩০১টি কমিউনিটি ক্লিনিকে মোট ২৪ লাখ ৫ হাজার ২শ ৬৮ জন রোগি তাঁদের চিকিৎসা সেবা গ্রহন করেছেন। এদের মধ্যে ১০ লক্ষ ১৫ হাজার ৮শ ২৮ জন পুরুষ, ১২ লক্ষ ৪১ হোজার ৫শ ৯৮ জন মহিলা এবং ১ লক্ষ ৪৭ হাজার ৮শ ৪২ জন শিশু।
উপজেলা ভিত্তিক কমিউনিটি ক্লিনিক এবং এসব ক্লিনিকে চিকিৎসা সেবা গ্রহিতাদের সংখ্য হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৩১টি কমিউনিটি ক্লিনিকে ৯৭ হাজার ৬শ ৭৮ জন পুরুষ, ১ লাখ ২৯ হাজার ৯শ ২৪ জন মহিলা ও ১৭ হাজার ৯শ ৬৪ জন শিশুসহ সর্বমোট ২ লাখ ৪৫ হাজার ৫শ ৬৬ জন, আত্রাই উপজেলায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে ৬৮ হাজার ৯শ ৩২ জন পুরুষ, ৮২ হাজার ৯শ ৫০ জন মহিলা ও ১৩ হাজার ৭শ ১০ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬৫ হাজার ৫শ ৯২ জন, বদলগাছি উপজেলায় ২৬টি কমিউনিটি ক্লিনিকে ৭৩ হাজার ৬শ ৭২ জন পুরুষ, ১ লাখ ৩২ হাজার ২৮ জন মহিলা ও ১১ হাজার ১শ ১৮ জন শিশুসহ সর্বমোট ২ লাখ ১৬ হ্জাার ৭শ ১৮ জন, ধামইরহাট উপজেলায় ২১টি কমিউনিটি কিèনিকে ৬৪ হাজার ২শ ২০ পুরুষ, ৭২ হাজার ৬শ ৪০ জন মহিলা ও ৭ হাজার ৮শ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৪৪ হাজার ৬শ ৬০ জন, মান্দা উপজেলায় ৪৮টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ৮৭ হাজার ৮শ ৬২ জন পুরুষ, ২ লাখ ১৫ হাজার ৯শ ১৬ জন মহিলা ও ২৫ হাজার ৬শ ২৮ জন শিশুসহ সর্বমোট ৪ লাখ ২৯ হাজার ৪শ ৬ জন, মহাদেবপুর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ৭৯ হাজার ৭শ ১৬ জন পুরুষ, ২ লাখ ১৫ হাজার ৯শ ১৬ জন মহিলা ও ২৬ হাজার ৫শ ৯০ জন শিশুসহ সর্বমোট ৪ লাখ ২২ হাজার ২শ ২২ জন, নিয়ামতপুর উপজেলায় ৩০টি কমিউনিটি ক্লিনিকে ৫৪ হাজার র৭শ ৫৪ জন পুরুষ, ৫৬ হাজার ৫শ ৫৮ জন মহিলা ও ৬ হাজার ২ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ১৭ হাজার ৩শ ১৪ জন, পতœীতলা উপজেলায় ৩১টি কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ১৫ হাজার ৮শ জন পুরুষ, ১ লাখ ৪২ হাজার ৭শ ৯২ জন মহিলা ও ১৯ হাজার ১শ ২ জন শিশুসহ সর্বমোট ২ লাখ ৭৭ হাজার ৬শ ৯৪ জন, পোরশা উপজেলায় ১২টি ক্লিনিকে ৫০ হ্জাার ৪শ ৪০ জন পুরুষ, ৫২ হাজার ৬শ ২০ জন মহিলা ও ৫ হাজার জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৮ হাজার ৬০ জন, রানীনগর উপজেলায় ২৩টি কমিউনিটি ক্লিনিকে ৬৬ হাজার ৩শ ৭২ জন পুরুষ, ৮২ হাজার ৩৪ জন মহিলা ও ৯ হাজার ৮৮ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ৪শ ৯৪ জন এবং সাপাহার উপজেলায় ১৭টি কমিউনিটি ক্লিনিকে ৫৬ হাজার ৪শ ২ জন পুরুষ, ৫৮ হাজার ২শ ২০ জন মহিলা ও ৫ হাজার ৮শ ৪০ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ২০ হাজার ৪শ ৬২ জন।
একটি মন্তব্য পোস্ট করুন