মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় শোক র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার দলীয় অফিস প্রসাদপুরে শোক র্যালী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় শোক র্যালী ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাতীয় পার্টি’র সহ-সভাপতি ও মান্দা উপজেলা জাতীয় পার্টি শাখার সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক ডা: ছায়েদ আলী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডা: আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শোয়েব আলী, যুবসংহতির শহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ, কৃষক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারন সম্পাদক, সাহিত্য বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। তাদের মধ্যে শীষ মোহাম্মদ, এস হেলাল মাহমুদ, জালাল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মাসুদ রানা, মুনছুর রহমান, রিপন খান আব্দুল মান্নান সরদার, আইয়ুব হোসেন, জহুরুল ইসলাম প্রমূখ। এছাড়াও জাতীয় পার্টি মান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন