নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ আলোচনা সভা ও স্মৃতিচারনের মধ্যে দিয়ে নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশানের সভাপতি ইসরাফিল আলম এমপি। মঙ্গলবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার কালীগ্রাম পরগনার কবির নির্মিত কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশান চত্বরে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠিত হয়। রথীন্দ্রনাথ ইনস্টিটিউশানের সভাপতি ও রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রবীন্দ্রনাথের গ্রাম উন্নয়ন ও সমাজ ভাবনা মূল প্রবন্ধ পাঠ করেন, রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। অন্যান্যের মধ্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলাম, আর্ন্তজাতিক রবীন্দ্র গবেষনা ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান, কালগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সরকারী বেসরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা, সাংবাদিকরা ও গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget