নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এমদাদুল হক দুলুর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও তদন্ত শেষ হয়নি। আসামী ধরতে পুলিশের গড়িমসি। এমদাদুল হক দুলু বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এবং স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকার বদলগাছী ও কালের কন্ঠের বদলগাছী-মহাদেবপু উপজেলা প্রতিনিধি। গত শনিবার বেলা ১২ টার দিকে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর-মাতাজি সড়কের সারাসন মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক এমদাদুল হক দুলু পেশাগত দায়িত্ব পালন শেষে শনিবার মোটরসাইকেল যোগে মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে ফিরছিলেন। সেইসময় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো. সাজু তাকে ফোন করে তার অবস্থান জানতে চান। পথিমধ্যে মহাদেবপুর থানাধীন সারাসন মোড়ের উত্তর পাশের পাকা রাস্তায় পৌঁছার কয়েক মিনিট পর দুটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা পাঁচজন সন্ত্রাসী সামনে এসে তার গতি রোধ করে জানতে চায় যে তার কাছে কোনো ফোন এসেছিল কিনা। ফোন আসার কথা বলামাত্র সন্ত্রাসীরা প্রথমে কিল ঘুষি এবং পরবর্তীতে রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করে। এ সময় দুলু সেই আঘাত হাত দিয়ে প্রতিরোধ করেন। এতে তার ডান হাত মারাত্মকভাবে জখম হয়। এছাড়া মাথার পেছনে ও কোমরে প্রচন্ডভাবে আঘাত প্রাপ্ত হন। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রসীরা দ্রুত মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজিহাটের দিকে চলে যায়। দুলুকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাতের এক্সে করা হলে হাড় ভেঙে গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান মহাদেবপুরের বিলছাড়া গ্রামের সাজুর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো পাঁচ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ তদন্তের নামে কোন আসামীকে আটক করেনি। এতে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসামীদের অবিলম্বে আটক করা না হলে মানববন্ধন ও প্রতিবাদসহ বৃহত্তর কর্মসূচী নেয়া হবে বলে সাংবাদিক নেতারা জানান।
সাংবাদিক এমদাদুল হক দুলু বলেন, আমি বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করি। একটি প্রভাবশী মহল চক্রান্ত্র করে আমার উপর হামলা করতে পারে। থানায় মামলার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের এখনো আটক করেনি। বিষয়টি দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মামলার তদন্ত চলছে। আসামীদের আটকের চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন