নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে বৃহষ্পতিবার সকাল সাড়ে ১১টায় নওযোয়ান মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। এর আগে নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। এসময় র‌্যালীতে অংশ গ্রহন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মো. রফিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত অফিস সমূহের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। পরে শহরের নওযোয়ান মাঠে মেলা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওযোয়ান মাঠে সপ্তাহব্যাপী এ বৃক্ষমেলায় প্রায় ৪০ টি স্টল অংশ নেয়। মেলায় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন গাছের সমারোহ ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget