নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে ৪জনের সাজা

নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে ৪জনের সাজা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম তাদের এই কারদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রিন্স প্রামানিক (২৫), সাহেবগঞ্জ গ্রামের রাখাল চন্দ্র পালের ছেলে কালিচরন (৬৫), শিবপুর গ্রামের মৃত আহাদ আলী মোল্লার ছেলে মতিন মোলা (৪৮), সাহেবগঞ্জ গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মাসুদ রানা (৪৪)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এস আই করুজ্জামান ও এএসআই ছাইফুল অভিযান পরিচালনা করে ওই ৪ জনকে আটক করে। এ সময় কাছে থাকা গাঁজা ও হেরোইন জব্দ করে।

পরে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছানাউল ইসলাম ভ্রাম্যমান আদালতে প্রিন্স প্রামানিক ও কালিচরনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মতিন মোল্লা ও মাসুদ রানাকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড মেয়াদে দিয়ে শনিবার সকালে তাদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget