নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দাদন ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বাসস্ট্যান্ড মাছ চত্বরে স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, পেশ ঈমাম জিল্লুর রহমান, মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু ও নাগরিক সমাজের যুগ্ম সম্পাদক সাকলাইন মাহমুদ রকি রক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক দাদন ব্যবসায়ী আছেন। যাদের কারণে সাধারন মানুষ আজ নি:স্ব। অতি শিগগিরই ওই সব দাদন ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দেড় হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন