নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারী বেসরকারী ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। পরে সেখান থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি।
জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
অপরদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ দিনব্যাপী পৃথক কর্মসূচী গ্রহন করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন