নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ১১জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮জন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বাকী তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ভর্তি রোগীদের সকলেই নওগাঁ জেলা শহরের বাসিন্দা। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আছেন। এরা সকলেই ঢাকা থেকে আক্রান্ত হয়ে নওগাঁয় এসেছেন। নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ন ডাঃ রওশন আরা খানম জানান- গত ২৭ জুলাই থেকে আজ ৩১ জুলাই পর্যন্ত মোট ১১জন রোগী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদের মধ্যে ৩জন রোগীকে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ‘এনএস-১ ডিভাইস’ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা পর ডেঙ্গু পজিটিভ আসায় সঠিক চিকিৎসা প্রদান হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মূল হচ্ছে- স্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমান ওষধ আছে। তিনি আরও জানান ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডেঙ্গু কর্নার চালু করার হয়েছে। এবং ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য আলাদা চিকিৎসার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে ।
একটি মন্তব্য পোস্ট করুন