নওগাঁর আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

জানা যায়, ২০১৫ সালে রাণীনগর উপজেলার বালুভরা গ্রামের শুকবর আলীর কন্যা সুমাইয়াতুজ্জামিয়ার (৩০) বিয়ে হয় আত্রাই উপজেলার আটগ্রামের মৃত শমসের আলীর ছেলে শুকুর আলীর (৩৮) সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে স্বামী শুকুর আলী ও তার পরিবারের লোকজন সুমাইয়াকে নির্যতন করতো। এরই এক পর্যায় যৌতুকের ৩ লাখ টাকাও পরিশোধ করে মেয়ের বাবা। পরে সে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। গৃহবধূ ওই টাকা দিতে অস্বীকার করলে তাকে আবারও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

এদিকে স্বামী ও তার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে গৃহবধূ সুমাইয়া নওগাঁ কোর্টে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, গৃহবধূ সুমাইয়া কর্তৃক দায়ের করা মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় আসামি শুকুর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget