জয়পুরহাটের কিরণে সুরে পাঠাইলো যে আমারে এই ভব সংসারে


জয়পুরহাটের কিরণে সুরে পাঠাইলো যে আমারে এই ভব সংসারে
বিনোদন প্রতিবেদকঃ ‘পাঠাইলো যে আমারে; এই ভব সংসারে’ শিরোনামের গানের কথা লিখেছেন তানজির আহমেদ সাকিব। সুর ও সংগীত আয়োজনে বাউল  কিরণ।

চলতি মাসে মন মিউজিক স্টুডিও অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে বলে জানান বাউল কিরণ । 

এ ছাড়াও তার গানটি উপভোগ করা যাবে মন মিউজিক স্টুডিও, টিএইচটি, মিউজিক তাস, ডট বাংলাতে।

এ বাউল শিল্পীর বাজারে পিয়ানো ভিশনের ব্যানারে কেমন করে ভুললি আমারে (২০০৬), এস আর মিউজিক ব্যানারে সুন্দরী শশী (২০০৭) অ্যালবাম প্রকাশিত হয়।
তার জনপ্রিয় গানগুলোর মধ্যে দেহখাঁচা, তনুমন, পিরিতি ভালা না, উইড়া যারে বনের পাখি, মনের সনে মন বান্ধিয়া,অন্তরে দাগ,কে বলে পীরিত ভালা না, কলের গাড়ী, রঙিলা কইতর, হাওয়ায় আসে হাওয়ায় ভাসে ইত্যাদি।

জানা যায়, জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামের কবিরাজ জসিম উদ্দিনের ছেলে বাউল কিরণ।

বাউল কিরণের আজকের অবস্থানে আসার পেছনে তার পরিবারের বিশেষ করে মা-বাবা এবং পাশাপাশি গীতিকবি আহমেদ রব্বানী, তানজির আহমেদ সাকিব, মহিদুল হাসান মন, প্রদীপ সাহা এবং অভি আকাশের কাছে কৃতজ্ঞ বলে জানান বাউল কিরণ।

‘পাঠাইলো যে আমারে; এই ভব সংসারে’ গানটি শোনা যাবে এখানে: https://youtu.be/sUmPEdfcomA
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget