রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী জেলার সকল উপজেলা শহর, স্কুল-কলেজে,
গ্রাম-গঞ্জ, হাট-বাজার সহ বিভিন্ন স্থানে মানুষকে সতর্ক ও সচেতনতা সৃষ্টির
লক্ষ্যে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনায় চলছে পথসভা।
আর
তারই ধারাবাহিকতায় ২৮ জুলাই সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও রাজসপুর
সার্কেল জাহাঙ্গীর হোসেনের সহযোগীতায় রাজাপুর থানা পুলিশের উপজেলার বিভিন্ন
জনবহুল এলাকায় কমিউনিটি পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা ও পথ
সভা অনুষ্ঠিত হয়। এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন
জানান, বর্তমান সময়ের আলোচিত ছেলেধরা গুজব নিয়ে ঝালকাঠি জেলা পুলিশ সুপারের
নির্দেশনা মতাবেক পহলিশের পক্ষ থেকে ছেলেধরা গুজবে দেশে চলমান নির্যাতন,
হত্যাকান্ড প্রতিরোধে এর বিভিন্ন ক্ষতিকর দিকগুলো তুলেধরা হয়।
এ
ছাড়াও অনেক আগে থেকেই উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠা, গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও জনবহুল এলাকায় জেলা পুলিশের
পক্ষ থেকে ইভটিজিং, বাল্য বিয়ে, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে
প্রচারে করে আসছে রাজাপুর থানা পুলিশ। শুধু রাজাপুরেই নয় জেলার সকল উপজেলা
গুলোতে আমাদের মহামান্য পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীন মহাদ্বয়ের মূল্যবান
বক্তব্য তুলে ধরে বলেন, আপনার এলাকায় অপরিচিত কাউকে দেখলে তাকে মারধর করে
আইন নিজেদের হাতে তুলে নিবেন না। অবশ্যই পুলিশের সরাপন্ন হয়ে অথবা পুলিশকে
ফোন দিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের কাছে দিন। পদ্মা সেতুর জন্য মাথা ও
রক্ত লাগবে এমন গুজব ছড়িয়ে যাচ্ছে একটা মহল । তিনি তার বক্তব্যে সবাইকে
ভেবে দেখার আহবান জানিয়ে বলেন, এমনটি কেউ কখনো শুনেছে যে ব্রীজের জন্য রক্ত
বা মাথার প্রয়োজন আছে ? তাই এমন গুজবে কাউকে কান না দিবেন না এবং
সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তিকে মারধর করে আইন নিজের হাতে তুলে নিবেন না
মনে রাখবে আইন নিজের হাতে তুলে নেয়া দন্ডনিয় অপরাধ তাই জেনে কেউই এ অপারাধে
না জড়ানোর আহবান জানান।
উক্ত
সভায় আরো উপস্থিত ছিলেন, রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ
মাইনউদ্দিন, এসআই মো: শাহজাদা, এসআই মোঃ মহিউদ্দিন মুন্না, এসআই মোঃ আরিফীন
ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.