নওগাঁর সাপাহারে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

নওগাঁর সাপাহারে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলার  অনুষ্ঠিানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টূর্নামেন্টের ফায়নাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফায়নাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় টূর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, সমাজসেবক নূরুল হক মাষ্টার, আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী), খাদ্যমন্ত্রীর ছোট মেয়ে তৃণা মজুমদার প্রমুখ। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সূধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এরপর খাদ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ হলরুমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় ১০০২ জনের মাঝে বিভিন্ন ভাতার বই বিতরণ করেন।

নওগাঁর রাণীনগরে উপ-নির্বাচনে বেসরকারি ভাবে ইদ্রিস নির্বাচিত
নওগাঁ প্রতিনিধি: সারা দেশের সঙ্গে নওগাঁর রাণীনগর উপজেলাতেও সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে ২নং কাশিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সদস্য পদে জেলায় ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে মো: ইদ্রিস আলীকে বেসরকারি ভাবে জয়ী ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইভিএম (ইলেট্রনিক ভোটিং মেশিনে) মেশিনে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০১৮ সালের নভেম্বর মাসের ২০তারিখে মৃত্যুবরণ করেন।ওই তারিখে ওই ওয়ার্ডকে শূন্য ঘোষনা করা হয়। পরবর্তিতে এই ওয়ার্ডে ২৫ জুলাই বৃহস্পতিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ওই ওয়ার্ডের মো: ইদ্রিস আলী (তালা মার্কা), রাজ্জাক প্রামাণিক (মোরগ মার্কা) ও মো: খলিল প্রাং (ফুটবল মার্কা) এই ৩জন প্রার্থী ভোট যুদ্ধ চালিয়ে যান। বৃহস্পতিবার উপ-নির্বাচনে মো: ইদ্রিস আলী তালা মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪শত ৭৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ্জাক প্রামাণিক মোরগ মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৪শত৪৬টি ও মো: খলিল প্রামানিক ফুটবল মার্কা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১শত ৪৩টি। তাই এই ওয়ার্ডে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে ইদ্রিস আলীকে। এই ওয়ার্ডের মোট ভোটার ১হাজার ৫শত ৫৭জন।বেসরকারি ভাবে নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ন পরিবেশের মধ্যে দিয়ে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনের মাধ্যমে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মো: ইদ্রিস আলী ৩১ ভোট বেশি পাওয়ায় বেসরকারি ভাবে তাকে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget