রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে পাঁচ শতাধীক ইয়াবা সহ আটকৃত পোনাবালিয়া
ইউনিয়নের আলোচিত মাদক সম্রাট জালাল মাঝির শাস্তির দাবীতে এলাকাবাসীর
মানববন্ধন কর্মসূচি পালন। ১৪
জুলাই রবিবার বেলা ১০ টার সময় ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন যুব
সমাজের উদ্যোগে সচেতন নাগরিকের ব্যানারে জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান
ফটকে একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী ও আলোচিত মাদক সম্রাট জালাল মাঝির
দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ
সময় পোনাবালিয়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহজাহান হাওলাদার সহ স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাধারন জনগন উপস্থিত ছিলেন। ঘন্টাকালব্যাপী চলা এ
মানববন্ধনে বক্তারা জালাল মাঝির বিভিন্ন কু-কীর্তির অভিযোগ তুলে ধরে বলেন,
দীর্ঘদিন যাবত জালাল মাঝি এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো আর তারধারা
বাহিকতায় পেশি শক্তির জোরে মাদক সম্রাট জালাল মাঝি তার নিজের ভাইকে হত্যা
করা এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ তার বিরুদ্ধে একাধিক
মামলা থাকা সত্যেও প্রশাসনের নাকের ডগায় কিভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছে সে
প্রশ্ন এলাকাবাসীর।
একটি মন্তব্য পোস্ট করুন