সংবাদ প্রেরক: শারমিন আশা স্বর্ণা, :বিনোদন রিপোর্ট: সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় বিচরণ করা এ সময়ের উজ্জল সম্ভাবনাময় তারকা শফিউল বারী রাসেল যিনি একাধারে সাংবাদিক, কলাম লেখক, কবি, গীতিকার, ছড়াকার, সুরকার, নাট্যকার, নাট্য পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। আগামী অক্টোবরে তিনি দুই মাসের সাংস্কৃতিক সফরে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর ও তাজাকিস্থান যাচ্ছেন। এই দেশগুলোতে তিনি কয়েকটি সাহিত্য সম্মেলন, কবি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর গান রেকর্ড, কয়েকটি শর্টফিল্মের শ্যুটিং ও একটি মিডিয়া ওয়ার্কশপে যোগ দেবেন। তুলে ধরবেন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে। বাংলাদেশ বেতার, বিটিভি, গ্রামোফোন, চলচ্চিত্র ও অডিও মিডিয়ার প্রখ্যাত গীতিকার ও সুরকার শাসসুদ্দিন হীরা ও সামিনা বেগম দম্পত্তির প্রথম সন্তান শফিউল বারী রাসেল। ১৯৭৭ সালের ২৭ অক্টোবর মাতুতালয় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খামার আক্কেলপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পৈত্রিক নিবাস জয়পুরহাট জেলার কালাই উপজেলার সড়াইল গ্রামে।
বাবার লেখা চুরি করে পড়তে পড়তে একসময় লেখার প্রতি একটা ঝোক চলে আসে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া প্রতিভাবান লেখক শফিউল বারী রাসেলের। অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত সময় থেকে তার লেখালেখিটা শুরু। এরপর আর থেমে থাকেননি একে একে সাহিত্য সাংস্কৃতির নানা শাখায় সদর্পে বিচরন করতে শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার। তার রচিত অনেক গানে দেশের সুনামধন্য শিল্পীরা কন্ঠ দিয়েছেন। খুব শিগ্রই তার কথা ও সুরে আসছে আসিফ আকবর, পূজা, ঝিলিক, আশিক, প্রমিত, শফি মন্ডল, কামরুজ্জামান রাব্বীসহ বেশ কিছু নবীন প্রবিন শিল্পীর গান। সবগুলো গানই একে একে রিলিজ হবে তার মিউজিক কোম্পানী ভয়েস এন্ড ভিশন মিউজিক থেকে।লিখছেন শর্টফিল্ম ও টেলিনাটকের স্ক্রিপ্টও। তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে টেলিনাটক “বাক্স”, ”কবিতার কান্না” টেলিফ্লিম “নাইট কোচ”, শর্টফিল্ম ”টোকাইও মানুষ” ও ”অন্তরের মানুষ”। এছাড়া তার পরিচালনায় রোকন রাসেল রচিত বাহান্ন পর্বের ধারাবাহিক টেলিনাটক ”জামাই নিবাস”, নিহাজ খান রচিত শর্টফিল্ম ”ক্রাশ”, দেবাশীষ দেবু রচিত শর্টফিল্ম ”রং স্টেশন”, শারমিন আশা স্বর্ণা রচিত শর্টফিল্ম ”প্রেম কড়চা”সহ আরো বেশকিছু শর্টফিল্ম ও নাটকের কাজ চলছে। টেলিভিশনের পাশাপাশি এসব দেখতে পাবেন ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্টে।এছাড়া তার লেখা ছড়া, কবিতা, গল্প, ফিচার, উপ-সম্পাদকীয়, গবেষনাধমী প্রবন্ধ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা, সাহিত্য পত্রিকা, লিটল ম্যাগাজিন ও যৌথ গ্রন্থে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ “উদয়ের চলন্তিকা”, “স্বপ্নীল স্বদেশ”, “সোনালী জলের ঘ্রান ”, “নোনা জলের ঘ্রাণ”, “ ছুঁয়ে যাও এই প্রান্তর ” “ কাঁচা রোদের সকাল”, “জোৎ¯œা প্লাবণ” “অরণ্য”, “ক্ষ” এবং সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা ছড়াগ্রন্থ ”ছড়া এখন ভীষণ কড়া” অন্যতম। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা গ্রন্থেরও প্রাবন্ধিক। সম্পাদনা করছেন লিটল ম্যাগ ‘শব্দের মিছিল’।
পেশায় তিনি একজন সফল সাংবাদিকও। ১৯৯৫ সালে তিনি তিনি দৈনিক খবর পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় পা রাখেন। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া ‘চ্যানেল আই’তে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যাবসায়ীও। বর্তমানে তিনি আলিফ এগ্রো পার্কের চেয়ারম্যান, প্রযোজনা প্রতিষ্ঠান ভয়েস এন্ড ভিশন মিডিয়া এবং কথক ক্রিয়েটিভ জোনের ব্যবস্থাপনা পরিচালক, রিজেন গ্রুপের পরিচালক(পিআর), আইপি টেলিভিশন দর্পন টিভির পরিচালক এবং ভয়েস এন্ড ভিশন মিউজিক, ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্ট ও জান্নাত বিডি টিভির কর্ণধার। শত ব্যস্ততার মাঝেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। জাতীয় কৃষক সংগঠন ”হৃদয়ে মাটি ও মানুষ কৃষক ফোরাম বাংলাদেশের” প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় সাংবাদিক সংগঠন ”বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের” সাংগঠনিক সম্পাদক, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ”ওয়ার্ল্ড গ্রীন সোসাইটির” মহাসচিব, জাতীয় সাহিত্য সংগঠন ”বাংলাদেশ লেখক কল্যান পরিষদের” আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ”জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের” সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লোক সংস্কৃতি গবেষনা পরিষদ জয়পুরহাট এর সফল সংগঠকও। প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, ঢাকা কর্তৃক হিউম্যান রাইটস গোল্ড এ্যাওয়ার্ড-২০১১, স্বাধীন বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক স্বাধীন বাংলা পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০১১, অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, রংপুর কর্তৃক স্বপ্নীল স্বদেশ সম্মাননা-২০১২, প্রজম্ম, রাজশাহী কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা-১৪২০, স্বদেশ বাংলা ঢাকা কর্তৃক তরুন লেখক সম্মাননা-২০১৪, ঊনিশ্বর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ঢাকা কর্তৃক সেরা কবি সম্মাননা-২০১৮ ।
একটি মন্তব্য পোস্ট করুন