ডেস্ক নিউজ: অপপ্রচার ও গুজব সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি। তিনি বলেছেন, 'গুজবের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার অপচেষ্টা চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই অপচেষ্টা রুখে দিতে হবে।'
শুক্রবার বিকেলে চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাশেম স্মরণে এক শোকসভায় জাসদের সভাপতি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ১৪ দলীয় জোটের ঐক্যের কারণে বিএনপি-জামায়াতের অপশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে। জোটে ঐক্য ও শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার কারণে সালাহউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামীর মতো যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারও করা গেছে স্বাধীনতা সপক্ষের সরকার ক্ষমতায় থাকায়। তাই এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
চট্টগ্রাম উত্তর জেলা জাসদের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আকতার ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবুল। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, চাকসুর সাবেক জিএস গোলাম জিলানী চৌধুরী প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.