নওগাঁয় বন্যায় ৩ হাজার হেক্টর ফসল নষ্ট ॥ কৃষকের মাথায় হাত

নওগাঁয় বন্যায় ৩ হাজার হেক্টর ফসল নষ্ট ॥ কৃষকের মাথায় হাত

নওগাঁ প্রতিনিধি : সম্প্রতি নওগাঁয় আত্রাই ও ছোট যমুনা নদীর বেরিবাঁধ ভেঙ্গে বনার পানিতে প্লাবিত হয়েছে কয়েক হাজার হেক্টর জমির আবাদ। পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন। বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার ৩ হাজার ২৩০ হেক্টর জমির বিভিন্ন প্রকারের ফসল। এতে করে বর্তমানে জেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। কিন্তু ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারি ভাবে সহায়তার কোন বার্তা নেই। নওগাঁর উপর দিয়ে বয়ে গেছে ৬টি নদী। তার মধ্যে উল্লেখ্যযোগ্য আত্রাই ও ছোট যমুনা নদী। সম্প্রতি এই দুই নদীর বেরিবাঁধ ভেঙ্গে জেলার মান্দা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর উপজেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে যায়। আউশ-আমন ধানের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছে ধানের বীজতলা, মরিচ, পটল, তরীর খেতসহ অন্যান্য ফসলের মাঠ। এতে করে চরম ক্ষতির মধ্যে পড়েছে বন্যাকবলিত এলাকার কৃষকরা। বন্যার পানি ফসলের জমি থেকে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মরে যাচ্ছে মরিচ, করলা, পটল ও তরীসহ অন্যান্য ফসলের গাছ। পাট খেতে বন্যার পানি জমে থাকার কারণে পচে যাচ্ছে পাট। এই আবাদগুলোই কৃষকদের একমাত্র সম্বল। এই খেতের আবাদের উপরই চলতো কৃষকদের সংসার। তাই বন্যার পানিতে এই সম্বল হারিয়ে দিশেহারা বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা। অন্যদিকে কয়েকদিন আগে এই দুই নদীর পানি উল্লেখ্যযোগ্য হারে কমলেও গত দুইদিনের ভারী বর্ষণের কারণে আবার নতুন করে বাড়তে শুরু করেছে এই দুই নদীর পানি। নতুন করে বন্যাকবলিত এলাকার মাঠ-ঘাটে নতুন করে বন্যার পানি প্রবেশ করায় নতুন আতঙ্কে পড়েছেন বন্যাকবলিত এলাকার প্রায় লক্ষাধিক মানুস। রাণীনগরের মালঞ্চি গ্রামের কৃষক সাইদুর রহমান বলেন, কাঁচা মরিচ, পটল, ধানের বীজতলাসহ কয়েকটি খেত বন্যার পানিতে ভেসে গেছে। মাঠের পানি না কমায় নতুন করে বীজতলা তৈরি করতে পারছি না। আর মরিচের খেত থেকে পানি নামার সঙ্গে সঙ্গে গাছগুলো মরে যাচ্ছে। এই খেতগুলোই ছিলো আমার শেষ সম্বল। এই ফসল নষ্ট হওয়ায় আমি এখন দিশেহারা। মান্দার বিষ্ণপুর গ্রামের কৃষক আব্দুর রহিম বলেন, চার বিঘা সবজি খেত এখন বন্যার পানির নিচে। বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কি করে চলবে সংসার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাহাবুবার রহমান বলেন, বন্যার পানিতে কয়েক হাজার হেক্টর জমির ফসল আংশিক নিমজ্জিত হয়েছে। তবে কিছু কিছু এলাকার ফসল সম্পন্ন নিমজ্জিত হওয়ায় সেই সব এলাকায় ক্ষতির পরিমাণ একটু বেশি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকারের সহায়তা করার কোন সংবাদ এখন পর্যন্ত তার কাছে নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget