নওগাঁর আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি

নওগাঁর আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আত্রাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি আত্রাই থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে থানা প্রাঙ্গণে আলোচনায় বক্তারা ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে আত্রাই উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দেন। এ ব্যাপারে থানা পুলিশ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যন মমতাজ বেগম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget