মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।শনিবার(০৬ জুলাই) দুপুর ১২ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।
এর আগে বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে পৌছালে বিজিবি তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে গন্তব্যে উদ্দেশ্যে নেওয়া হয়।
রোববার (০৭ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত চটগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্তসুরক্ষা কোর্চ অনুষ্ঠিত হবে।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে নয় ডেপুটি কমান্ডার রয়েছেন।বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ গ্রহনের মাধ্য দিয়ে যেমনি বিএসফ কর্মকর্তা বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান,কোর্চ শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন