রিপোর্ট : ইমাম হোসেন: ঝালকাঠি
জেলার রাজাপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে
ব্যবসায়ী ও মটর সাইকেল চালকদের আর্থিক জরিমানা সহ ৯১ হাজার টাকা আদায় করেছে
ভ্রাম্যমান আদালত।
২২জুলাই
সোমবার দুপুরে জেলাপ্রশাসন কার্যালয়ের নির্বাহী মেজিষ্ট্রেট বশির আহমেদ
গাজী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু মোঃ ইজাজুল হক যৌথভাবে এ অভিযান
পরিচালনা করেন। এ সময় উপজেলা শহরের দুইটি ফার্মেসী,একটি ডায়াগনোস্টিক
সেন্টার ও দুইজন মটরসাইকেল চালককে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময়
অবৈধ ঔষুধ বিক্রি ও সংরক্ষন,ঔষধ সংরক্ষনের জন্য ব্যবহারিত ফ্রিজে মাছ ও
কাঠাল সংরক্ষনের অপরাধ সহ মেয়াদ উত্তির্ন ঔষুধ ফার্মেসিতে সংরক্ষনের অভিযোগ
প্রমানিত হওয়ায় তাদেরকে আইনের বিভিন্ন ধারায় দোষী সাবস্ত্য করে তাদের কাছ
থেকে নগদ ৯১হাজার টাকা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান
আদালত পরিচালনার সময় অবৈধ ঔষুধ বিক্রি ও সংরক্ষনের অপরাধে বাইপাশ মোড়
এলাকার হিরু ফার্মেসীকে ঔষুধ আইনের ১৯৮০ এর ১৮ এর ক ধারায় ২০হাজার টাকা,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মমতাজ ডায়াগনোস্টিক সেন্টারের ল্যাবের
ঔষুধের ফ্রিজে মাছ ও কাঠাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯
এর ৫৩ ধারায় ৪০ হাজার টাকা, মেয়াদ উত্তির্ন ঔষুধ বিক্রয় করার অপরাধে হালিমা
মেডিকেল হলকে ৩০ হাজার টাকা ও দুইজন মটরসাইকেল চালককে ৫শত টাকা করে মোট
০১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান
আদালতের অভিযানের সময় ঝালকাঠি জেলার ড্রাগ সুপার এস.এন আরিফিন সহ রাজাপুর
থানা পুলিশের একটি টিম অংশ গ্রহন করে। অপর দিকে জেলা প্রশাসন সূত্রে থেকে
অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।
একটি মন্তব্য পোস্ট করুন