মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন পুলিশ একাধিক মামলার আসামি শাহজাহান মিয়া(৩২)নামে এক পাসপোর্ট যাত্রীকে ভারত যাওয়ার সময় আটক করেছে।
বৃহস্পতিবার (২৫/০৭/১৯)তারিখ বিকাল ৫ টার সময় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক শাহজাহান কক্সবাজার জেলার টেকানাফ থানার লেংদু গ্রামের জাফর আহমেদের ছেলে এবং সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাইপো।
বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন, তার নামে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম কক্সবাজার আসনের সাবেক এমপি’র বদির ভাইয়ের ছেলে শাহজাহানের আটকের বিষয়টি আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন