নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়। রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।এদিকে প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে জেলার সরাইলে রবিবার দুপুরে সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আব্দুল জব্বার, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, আবু আক্কাস হায়দার, সিরাজুল ইসলাম. মজিদ বক্স, জসিম উদ্দিন, দুলাল মিয়া, রওশন আলী, ফয়সাল আহমেদ প্রমুখ অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়ায় প্রিয়া সাহার বিরুদ্ধে মামলা খারিজ
নিজস্ব প্রতিবেদক: আলোচিত নারী প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল আদালতে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মামলাটি দায়ের করায় সেটি খারিজ করা হয়। রবিবার বেলা ১১টার দিকে মো. আসাদ উল্লাহ নামে ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়েও দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। আদালত প্রথমে মামলাটি আমলে নিয়ে পরে আদেশ দেবেন জানান। পরে এক আদেশে সেটি খারিজ করে দেওয়া হয়।এদিকে প্রিয়া সাহার বক্তব্যের প্রতিবাদে জেলার সরাইলে রবিবার দুপুরে সচেতন যুব সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষেদর চেয়ারম্যান আব্দুল জব্বার, হুমায়ুন কবির, ইদ্রিস আলী, আবু আক্কাস হায়দার, সিরাজুল ইসলাম. মজিদ বক্স, জসিম উদ্দিন, দুলাল মিয়া, রওশন আলী, ফয়সাল আহমেদ প্রমুখ অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.