রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
প্রতারনার ফাঁদে ফেলে ঝালকাঠি কলেজ মোড়স্থ বরিশাল-খুলনা সড়কের পাশে আরএফএল
ইলেকট্রনিক্স পন্যের দোকানের সামনে থেকে ডিলার তথা দোকাদান রানা ইসলামের
মটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ
বিষয় দোকানদার রানা ইসলাম জানান, গতকাল ২৭জুলাই শেষ বিকেলে আমার দোকানের
সামনে দুজন লোক এসে আরএফএল কম্পানির পরিচয় দিয়ে আমার দোকানের ভিতরে ঢুকে।
পরে একজন বাহিরে গিয়ে দোকানের সামনে রাখা আমার ব্যবহারিত মটর সাইকেলের উপর
বসে গাড়ী স্টার্ট দেয়। আমি কিছু বুজে উঠার আগেই আমার দোকানের ভিতরে থাকা
লোক দ্রুত মটর সাইকেলে বসে এবং তারা আমার মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়।
পরবর্তিতে আমার দোকানে থাকা সিসি টিভি ফুটেজের মাধ্যমে তাদের ছবি পাই। সেই
ছবি স্থানীয় সাংবাদিকদের দেই। আমি আজ সারাদিন বিভিন্ন স্থানে আমার ছিনতাই
হওয়া মটর সাইকেলটি খোজাখুজি করেও পাওয়া যায়নি।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.